ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আই্পিএলে টানা ৬ষ্ঠ হারের দেখা পেয়েছে বিরাট কোহলির আরসিবি। আজ দিল্লির বিপক্ষেও হেরেছে তারা।
ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান করে কোহলির দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করে ভিরাট কোহলি নিজেই। এছাড়া ৩২ রান করে মঈন আলী। বাকিরা সবাই রান তুলতে ব্যর্থ হলে অল্পতেই থামে কোহলির দল।
জবাবে ব্যাটিং করতে নেমে ৭ বল বাকি থাকতেই ম্যাচে জয় নিশ্চিত করে দিল্রি। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন শ্রেয়াস আয়ার। ২৮ রান করেন পৃথ্বি শ। ২২ রান করেন কলিন ইনগ্রাম ও ১৮ রান করেন রিশাব পান্ট।
এই হারে আইপিএলে লজ্জার এক রেকর্ড সঙ্গী হল কোহলির দলের। আইপিএলের ইতিহাসে প্রথম থেকে টানা ৬ ম্যাচ হারের রেকর্ড গড়ল কোহলিরা। এর আগে কেবল দিল্রি ডেয়ারডেভিলস ২০১৩ সালে শুরুর ৬ ম্যাচ হেরেছিল।