ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজকের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮:৩০ মিনিটে। সরাসরি দেখাবে চ্যানেল নাইন।
এই ম্যাচের আগে পয়েন্ট তালিকায় দুই দলের পার্থক্য বেশ। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার উপরে আছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে নিচ থেকে দুই নম্বরে আছে রাজস্থান রয়্যালস। ৫ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র দুই।
এই ম্যাচে ঐতিহাসিক এক মাইলফলকের সামনে দাড়িয়ে আছেন চেন্নাই সুপার কিংস তারকা ধোনি। আইপিএলে অধিনায়ক হিসেবে ১০০তম জয়ের মাইলফলকের সামনে দাড়িয়ে আছেন তিনি।