ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজকের একমাত্র ম্যাচে এখন চেন্নাইর বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে রাজস্থান। আর এই ম্যাচে ব্যাটিংয়ে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে দলটি।
এই রিপোর্ট লেখার সময় ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করেছে তারা। রাহানে ১৪, বাটলার ২৩, স্যামসন ৬, স্মিথ ১৫, ট্রিপাঠি ১০ রান করে আউট হয়েছেন।
এই ম্যাচে এখন পর্যন্ত দুটি উইকেট নিয়েছেন রবিন্দ্র জাদেজা। ৩ ওভার বল করে ১৬ রান দিয়ে দুইটি উইকেট নিয়েছেন তিনি। আর এই দুই উইকেট নিয়ে আইপিএলে দারুণ এক মাইলফলক স্পর্শ করেন তিনি।
এই ম্যাচে খেলতে নামার আগে জাদেজার উইকেট ছিল ৯৮টি। আজ দ্বিতীয় উইকেট হিসেবে স্মিথকে বিদায় করে সেঞ্চুরি পূর্ন করেন এই চেন্নাই তারকা।