ইংলিশ প্রিমিয়ার লিগে আজকে দারুণ এক হ্যাটট্রিক করেছেন লুকাস মউরা। হোডার্সফিল্ডের বিপক্ষে টটেনহামের হয়ে গুরুত্বপূর্ন এই ম্যাচে হ্যাটট্রিক করে দলকে উদ্ধার করেন তিনি।
এদিন হোডার্সফিল্ডের বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় টটেনহাম। গোলটি করেন ভিক্টর ওয়ানায়ামা। এর তিন মিনিট পরই প্রথম গোলের দেখা পায় লুকাস মউরা।
ম্যাচের বাকি দুটি গোল আসে শেষ সময়ে গিয়ে। ম্যাচের ৮৭ মিনিটে দ্বিতীয় ও ৯০ মিনিটের মাথায তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ন করেন লুকাস।
ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ ব্রাজিলিয়ান তারকা হিসেবে এই হ্যাটট্রিক করেন লুকাস মউরা। তার আগে আর কেবল মাত্র তিনজন ব্রাজিলিয়ান তারকা হ্যাটট্রিক করেছিল প্রিমিয়ার লিগে।
এরা হলেন, আফোনসো আলভেস, রবিনহো এবং রবার্তো ফিরমিনো।