Logo

ছক্কার ঝড়ে রেকর্ড কল আন্দ্রে রাসেল


sports pratidin প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০১৯, ১২:২৭ পূর্বাহ্ন / ৯৩
ছক্কার ঝড়ে রেকর্ড কল আন্দ্রে রাসেল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে দারুণ উত্তেজনাপূর্ন এক ম্যাচ দেখল ভক্তরা। আরসিবি ও কলকাতার মধ্যকার এই ম্যাচে কলকাতাকে ১০ রানে হারিয়েছে কোহলিরা।

তবে এই ম্যাচে দল হারলেও ব্যাটিং জড় দেখিয়েছেন কলকাতার দুই তারকা নিতিস রানা ও আন্দ্রে রাসেল। তবে রানার চেয়ে ঝড়টা বেশি তুলেছিল আন্দ্রে রাসেলই।

মাত্র ২৫ বলে ৬৫ রান করে আউট হয়েছেন তিনি। এই ২৫ বলের ইনিংসে ৯টি ছক্কা ও ২টি চার মেরেছেন রাসেল।

৬৫ রান করার পথে ২১ বলে হাফসেঞ্চুরি করেছেন রাসেল। আইপিএলের ইতিহাসে এটা দ্বিতীয় দ্রুততম অর্ধশতক।

সবচেয়ে দ্রুত হাফসেঞ্চুরি করেছেন রিশাব পান্ট। তিনি ১৮ বলে করেছিলেন হাফসেঞ্চুরি।