ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে গতকাল টর্নেডো গতিতে ব্যাটিং করেছিলেন আন্দ্রে রাসেল। এই ম্যাচে মাত্র ২৫ বলে ৬৫ রান করেন এই তারকা।
ইনিংসে ৯টি ছক্কা ও ২টি চার মারেন তিনি। এই রান করার পথে মাত্র ২১ বলে অর্ধশতক পূর্ন করেন রাসেল।
এটি আইপিএলের এবারের মৌসুমে এটি দ্বিতীয় সবচেয়ে দ্রুত অর্ধশতক। সবচেয়ে দ্রুত অর্ধশতক করেছিলেন রিশাব পান্ট। ১৮ বলে অর্ধশতক করেছিলেন তিনি।
এছাড়া তৃতীয় স্থানে আছেন কাইরেন পোলার্ড। ২২ বলে অর্ধশতক করেছিলেন তিনি। চারে আছেন আন্দ্রে রাসেলই। ২৩ বলে অর্ধশতক করেছেন তিনি। ২৪ বলে অর্ধশতক করেছেন ডেভিড ওয়ার্নার।