১৯৯৪ সালে পাকিস্তানের দুই তারকা ওয়ানডে ক্রিকেটে দারুণ এক কীর্তি গড়েছিলেন। আমির সোহেল এবং ইনজামাম উল হক মিলে ২৬৩ রানের জুটি গড়েছিলেন।
পেপসি অস্ট্রেল-এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২ উইকেটে ৩২৮ রান করেছিল পাকিস্তান। ম্যাচে ইনজামাম ও আমির সোহেল ২৬৩ রানের জুটি গড়েছিলেন। আমির সোহেল ১৩৪ রান করে আউট হয়েছিলেন। ১৩৭ রানে অপরাজিত ছিলেন ইনজামাম।
১৯৯৪ সালের ২০ এপ্রিল করা দুই পাক তারকার এই জুটি এখনো ওয়ানডে ক্রিকেটে যেকোন জুটিতে ১২তম সবচেয়ে বড় জুটি।
শীর্ষে আছে ক্রিস গেইল ও স্যামুয়েলসের মধ্যকার জুটি। তারা ৩৭২ রান করেছিল জিম্বাবুয়ের বিপক্ষে।