গতরাতে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নেমেছিল জুভেন্টাস। আর এই ম্যাচটি শেষ ১-১ গোলের সমতায়। ম্যাচে একটি গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদো। এই গোলেই আরেকটি মাইলফলক স্পর্শ করেন পর্তুগীজ তারকা।
ক্লাব ক্যারিয়ারে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল এখন ৬০০। ক্লাবে গোলের হিসেবে মেসির আগেই ৬ষ্ঠ সেঞ্চুরিটিও পূর্ন করেন এই তারকা। বর্তমানে বার্সায় থাকা মেসির গোল ৫৯৭টি।
যদিও জুভেন্টাস চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে, কিন্তু লিগ শিরোপা জিতে নিয়েছিল আগেই। দলটির হয়ে লিগে এই মৌসুমে ২০ গোল করে শিরোপা জয়ে দারুণ অবদান রাখেন ক্রিশ্চিয়ানো রোনালদো।