উয়েফা চ্যাম্পিয়নস লিগে গতরাতে লিভারপুলকে উড়িয়ে দিয়েছে বার্সালোনা। ম্যাচে বার্সার মাঠে অতিথি হয়ে আসা দলকে ৩-০ গোলে হারিয়েছে মেসিরা।
এই ম্যাচে জোড়া গোল করেন লিওনেল মেসি। একটি গোল করে বারপোস্টে লেগে ফিরে আসা বলে এবং অন্য গোলটি করেন ফ্রিকিক থেকে।
এই ম্যাচে গোল করার মাধ্যমে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে দারুণ একটি রেকর্ড করেছেন মেসি। প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই টুর্নামেন্টে তিনটি ইংলিশ দলের বিপক্ষে গোল করার গৌরব অর্জন করেন মেসি।
এবারের মৌসুমে মেসি টটেনহাম, ম্যানইউর পর গতকাল গোল করেছে লিভারপুলের বিপক্ষে। তার আগে এই কাজটি করতে পেরেছিল থমাস মুলার। তিনি গোল করেছিলেন আর্সেনাল, ম্যানসিটি, ম্যানইউর বিপক্ষে।