উয়েফা চ্যাম্পিয়নস লিগে গতরাতে লিভারপুলকে উড়িয়ে দিয়েছে বার্সালোনা। ম্যাচে বার্সার মাঠে অতিথি হয়ে আসা দলকে ৩-০ গোলে হারিয়েছে মেসিরা।
এই ম্যাচে জোড়া গোল করেন লিওনেল মেসি। আর এই জোড়া গোলে বেশ কয়েকটি রেকর্ড স্পর্শ করেন বার্সালোনা তারকা।
১. চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই টুর্নামেন্টে তিনটি ইংলিশ দলের বিপক্ষে গোল করার গৌরব অর্জন করেন মেসি।
এবারের মৌসুমে মেসি টটেনহাম, ম্যানইউর পর গতকাল গোল করেছে লিভারপুলের বিপক্ষে। তার আগে এই কাজটি করতে পেরেছিল থমাস মুলার। তিনি গোল করেছিলেন আর্সেনাল, ম্যানসিটি, ম্যানইউর বিপক্ষে।
২. মেসি চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ৩২টি দলের বিপক্ষে গোল করেছেন। তার থেকে বেশি দলের বিপক্ষে গোল করেছেন কেবল রাউল (৩৩টি)।
৩. চ্যাম্পিয়নস লিগে ইংলিশ দল গুলোর বিপক্ষে মেসির গোল ২৬টি। কোন একটি দেশের ক্লাবের বিপক্ষে এর চেয়ে বেশি গোল নেই আর কোন খেলোয়াড়ের। একমাত্র রোনালদো জার্মান ক্লাবের বিপক্ষে করেছেন সবচেয়ে বেশি গোল। সেটাও ২৬টি।