২০১৫ সালে ওয়ানডেতে অভিষেক হয় মুস্তাফিজের। পরাক্রমশালী ভারতের বিপক্ষে হয় মুস্তাফিজের অভিষেক। সেই ম্যাচে বিস্ময় জাগিয়ে কাটার আর স্লোয়ারের বিধ্বংসী ছোবলে ভারতের ৫টি উইকেট তুলে নিয়েছিলেন মুস্তাফিজ। হয়েছিলেন ম্যাচ সেরা খেলোয়াড়।
পরের সিরিজেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেষ্ট ম্যাচে অভিষেক হয় মুস্তাফিজের। অভিষেক টেষ্টেও ম্যাচসেরা হন মুস্তাফিজ।
অভিষেকেই ভিন্ন দুই ফরম্যাটে ম্যাচ সেরার পুরষ্কার পাওয়া খেলোয়াড় এতদিন ছিলেন একমাত্র মুস্তাফিজ। এখন সেখানে নাম লেখালেন ইংলিশ ক্রিকেটার বেন ফোকস।
আয়ারল্যান্ডের বিপক্ষে গতকালই ওয়ানডেতে অভিষেক হয় তার। আর অভিষেক ম্যাচেই ম্যাচ সেরা হন তিনি। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেষ্টে অভিষেকেও ম্যাচসেরা হয়েছিলেন তিনি।