আগামী ৩০ মে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের এবারের আসর। আর এই আসরের আগে অনেক বিষয় নিয়েই আলোচনা ও জল্পনা হচ্ছে। তেমনই একটি বিষয় হল রেকর্ড। বিশ্বকাপে এমন চারটি রেকর্ড রয়েছে যা আদৌ ভাঙা অসম্ভব বলেই মনে হচ্ছে যদি মিরাকল কিছু না ঘটে।
১. সর্বোচ্চ উইকেট: বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট ম্যাকগ্রার। ৭১টি উইকেট তার। তার থেকে বেশি আর কারো উইকেট নেই। বর্তমানে এক্টিভ থাকা খেলোয়াড়দের মধ্যে সাউদির উইকেট ৩৩টি।
২. সবচেয়ে বেশি রান: বিশ্বকাপে সবচেয়ে বেশি রান শচীনের। তার রান ২২৭৮। ৬টি সেঞ্চুরি এবং ১৫টি হাফসেঞ্চুরি তার বিশ্বকাপে। বর্তমানে এক্টিভ খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি রান গাপটিলের। তার রান ৮০৯।
৩. সবচেয়ে বেশি চার: বিশ্বকাপে সবচেয়ে বেশি চার শচীনের ২৪১টি। বর্তমানে এক্টিভ কারোই বিশ্বকাপে ৯০টিও চার নেই।
৪. এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরি: বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ চারটি সেঞ্চুরি রয়েছে সাঙ্গাকারার। এখনো আর কেউ করতে পারেনি।