উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে গতরাতে মাঠে নেমেছিল আয়াক্স ও টটেনহাম। আয়াক্সের মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করে লন্ডনের দলটি।
এই ম্যাচে হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান তারকা লুকাস মউরা। ২-০ গোলে পিছিয়ে থাকা ম্যাচে ৫৫ এবং ৫৯ মিনিটে জোড়া গোল করে টটেনহামকে খেলায় ফেরায়ন ব্রাজিলিয়ান তারকা লুকাস মউরা। এরপর অতিরিক্ত সময়ের ৫ মিনিটের শেষ মিনিটে আয়াক্সের দুই তারকার ফাঁক গলিয়ে লুকাস মউরা দুর্দান্ত শটে হ্যাটট্রিক পূর্ন করেন।
এই ম্যাচে হ্যাটট্রিক করে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে একটি রেকর্ড করেন লুকাস মউরা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ৫ জন খেলোয়াড় হ্যাটট্রিক করেছে। এরমধ্যে প্রথম ব্রাজিলিয়ান হল লুকাস মউরা।
তার আগে আলেসান্দ্রো ডেল পিয়েরো, ইভিকা ওলিক, লেভানদস্কি ও ক্রিশ্চিয়ানো রোনালদো হ্যাটট্রিক করেছিলেন সেমিফাইনালে।