গত বছরটা রোনালদো শেষ করেছিলেন শীর্ষ গোলদাতা হিসেবে। সেখান থেকেই যেন নতুন বছরটাও শুরু করলেন তিনি। গতরাতে উদিনেসের বিপক্ষে জোড়া গোলের মাধ্যমে নতুন বছরকে স্বাগতম জানিয়েছেন তিনি।
উদিনেসের বিপক্ষে জুভেন্টাসের জয় ছিল ৪-১ গোলের ব্যবধানে। এই ম্যাচে রোনালদো জুভেন্টাসের হয়ে প্রথম ও তৃতীয় গোলটি করেছিলেন।
রোনালদো এই ম্যাচে নামার আগে ৭৫৬ অফিসিয়াল গোল করেছিলেন। আর যখন মাঠ ছাড়েন তখন তার গোল সংখ্যা ৭৫৮টি। ফলে তিনি পেছনে ফেলেছেন সাবেক ব্রাজিল লিজেন্ড পেলের ৭৫৭ অফিসিয়াল গোল সংখ্যাকে।