ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গতরাতে সাসুলোর বিপক্ষে গোলের পর এই সিংহাসনে বসেছেন তিনি।
ইতালিয়ান সিরিএতে সাসুলোর বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে জুভেন্টাস। এই ম্যাচে জুভেন্টাসের হয়ে তৃতীয় গোলটি করেছেন রোনালদো। আর তাতেই গড়েছেন ইতিহাস।
ক্লাব এবং আন্তর্জাতিক অফিসিয়াল ম্যাচে রোনালদোর গোল এখন ৭৫৯টি। তার সমান ৭৫৯টি গোল রয়েছে জোসেফ বিকানের। এরপরই তালিকায় আছেন পেলে (৭৫৭), রোমারিও (৭৪৯), মেসি (৭১৯)।