ক্রিশ্চিয়ানো রোনালদো এগিয়ে যাচ্ছেন, আরও এগিয়ে যাচ্ছেন, তারপরও আরও এগিয়ে যাচ্ছেন। অথচ তার বয়সটাও কিন্তু এগিয়েই যাচ্ছে।
কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে রোনালদো যেন পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে, রেকর্ড গড়ছে, রেকর্ড ভাঙছে, নতুন নতুন ইতিহাস তৈরি করছে।
সর্বশেষ ইতালিয়ান সিরিএতে জুভেন্টাসের হয়ে ৬৩ বছর আগের এক রেকর্ড স্পর্শ করলেন তিনি। চলতি মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাসের হয়ে ১৫টি গোল করেছেন।
জুভেন্টাসের প্রথম ১৬টি ম্যাচের মধ্যে রোনালদো খেলেছিলেন ১৩টি। আর ১৩টি ম্যাচেই করেছিলেন ১৫ গোল। কিন্তু জুভেন্টাসের প্রথম ১৬ ম্যাচ শেষে রোনালদোর করা ১৫ গোল স্পর্শ করেছে ৬৩ বছর আগে করা জন চার্লসের রেকর্ড। চার্লস জুভেন্টাসের প্রথম ১৬ ম্যাচে ১৫ গোল করেছিলেন।