মেসি নেইমার এবং কিলিয়ান এমবাপ্পে, বর্তমানে পিএসজিতে আলোচিত তিন নাম। মেসি এবং নেইমার যেখানে গলায় গলায় বন্ধুত্ব সেখানে এমবাপ্পে যেন হয়ে পরেছে দল ছাড়া।
ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের সঙ্গে পেনাল্টি নিয়ে ঝামেলা হয়েছিল গত ম্যাচে এমবাপ্পের সঙ্গে। একই ম্যাচে মেসিকে পাস দেওয়ায় এবং নিজেকে পাস না দেওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন এমবাপ্পে।
এসব নিয়ে যখন আলোচনা সমালোচনার ঝড় বইছে তখন স্পোর্টস প্রতিদিনের পাঠকরা না হয় একটু হাসুক। মেসি, নেইমার এবং এমবাপ্পের কাল্পনিক কিছুবার্তা:- এটা নিছকই বিনোদনের জন্য।
নেইমার: ভাই মেসি
মেসি: হ্যা বলো
নেইমার: এমবাপ্পের কাজটা দেখছো? পেনাল্টি মিস কইরা আবার দ্বিতীয়টাও নিতে চাইল?
মেসি: হ্যা দেখলাম
নেইমার: আবার ভিতিনহা তারে বল পাস না দিয়া তোমারে বল পাস দিল দেইখাও সে রেগে গেল
মেসি: হুম
নেইমার: ওরে পাস বল বানিয়ে দিবা না, আমিও দিবনা। ওরে মাঠে একা করে ফেলব।
মেসি: ভাইরে ভাই, তুমি এখন আমার সঙ্গে আর কথা বলো না, এমবাপ্পে আমার দিকেই তাকিয়ে আছে। ম্যাচে বাহু দিয়ে ধাক্কা দিয়েছিল, এখন না আবার মাথা দিয়ে দেয়।
আপনার মতামত লিখুন :