ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজকের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর এই ম্যাচেই প্রতিপক্ষের সবচেয়ে বড় হুমকি কোহলিকে আউট করার জন্য অন্য এক পেসারকে দলে নিতে পারে মুম্বাই।
মুম্বাইয়ের সেরা দুই পেসার হলেন জসপ্রিট বুমরাহ ও মালিঙ্গা। তাদের সাথে আছেন জেশন বেহরেনডফ। মালিঙ্গা কয়েকটি ম্যাচ খেলে আবার কয়েকটি ম্যাচে ছিলনা দলে। তবে আজকে আবারও ফিরবেন তিনি একাদশে।
তবে মালিঙ্গা নয়, আজকে অন্য এক বোলারের দারস্থ হতে পারে মুম্বাই। তিনি হলেন মিশেল ম্যাকক্লেনগান। এই পেসারের বিপক্ষে সাচ্ছন্দে খেলতে পারেনি কোহলি। এখন পর্যন্ত ৪০ বল মোকাবেলা করেছেন তিনি। করেছেন ৩৯ রান। আউট হয়েছেন চার বার।
অন্যদিকে মালিঙ্গার বিপক্ষে ৭১ বলে ৯১ রান এবং বুমরাহর বিপক্ষে ৭২ বলে ১১২ রান করেছেন কোহলি।